ইউক্রেনকে আরও ২৩০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাজ্য

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আরও ২৩০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় ইউক্রেনের জন্য আরও ১৭৫ মিলিয়ন পাউন্ড (২৩০ মিলিয়ন ডলার) সহায়তার প্রতিশ্রুতি দেবে তার দেশ।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরিস জনসন জানান, নতুন এই তহবিল দেওয়া হলে ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সামগ্রিক আর্থিক সহায়তার পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড বা ৫২৫ মিলিয়ন ডলারে উন্নীত হবে।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধই ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সোমবার টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। পশ্চিমা দেশগুলোকে তিনি ‘শান্তির স্বার্থে’ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং রুশ তেলের আমদানি বর্জনের আহ্বান জানান। আগ্রাসী শক্তির বিরুদ্ধে ভূখণ্ড রক্ষায় ইউক্রেনের জরুরিভিত্তিতে আরও যুদ্ধবিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি।

Advertisement