ইউক্রেনের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা না করায় ন্যাটোর সমালোচনা জেলোনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার দেশের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার বিষয় নাকচ করায় শুক্রবার ন্যাটোর সমালোচনা করে বলেছেন, পশ্চিমা এ সামরিক জোট রাশিয়ার আগ্রাসন চালানোর বিষয়টি আগাম জেনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।শুক্রবার সকালে ন্যাটো রাশিয়ার বোমা হামলা বন্ধে ইউক্রেনের আকাশসীমা নো-ফ্লাই জোন ঘোষণা করার ব্যাপারে কিয়েভের অনুরোধ নাকচ করে দেয়। তবে পশ্চিমা মিত্র দেশগুলো প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুদ্ধ বন্ধ না করলে নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে মস্কোর এ নেতাকে হুশিয়ার করে দেয়।প্রেসিডেন্টের দপ্তরের প্রকাশ করা এক ভিডিও বার্তায় জেলানস্কি বলেন, ‘জানা যাচ্ছে যে নতুন বিমান হামলা ও হতাহত অনিবার্য হলেও জেনেশুনে ইউক্রেনের আকাশসীমা বন্ধের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি।‘আমরা মনেকরি যে ন্যাটোর দেশগুলো নিজেদের মতো করে ব্যাখা দিয়ে বলেছে, ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেয়া ন্যাটোর বিরুদ্ধে সরাসরি রাশিয়ার আগ্রাসন উস্কে দেয়া হবে।ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ বলেন, এ জোট মস্কোর সাথে সরাসরি কোন সংঘর্ষের আশংকা প্রশ্নে এ সংঘাতের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না । এমনটা করলে সংঘাত ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়তে পারে।জরুরি বৈঠকের পর স্টলেনবার্গ বলেন, ‘নো-ফ্লাই জোন বাস্তবায়নের একমাত্র উপায় হচ্ছে, ইউক্রেনের আকাশসামীয় ন্যাটোর যুদ্ধবিমান পাঠানো এবং পরে তা কার্যকর করতে রাশিয়ার বিভিন্ন বিমান গুলি করে ভূপাতিত করা।তিনি বলেন, এতে বিশ্বের আরো অনেক দেশসহ ইউরোপে পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং তা চরম মানবিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

Advertisement