ইতালিতে থামছে না মৃত্যুমিছিল; আরো ৪ সহস্রাধিক আক্রান্ত

ব্রিট বাংলা ডেস্ক : ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। আজ দেশটিতে করোনা সংক্রমণের এবং প্রাণহানীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে ৪২০০ জনেরও বেশি মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৭১৩ জনে।

জানা গেছে, ইতালিতে আরও ৪৭৫ জন মারা গেছেন। দেশটিতে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৭৮ জনে।

এদিকে, চীনে গত বছরের শেষের দিকে কোভিড-১৯ মহামারী প্রথম আবির্ভূত হলেও সেখানে ৩,২৪১ জন মারা গেছে। আর বেশিরভাগই মারা গেছে হুবাই প্রদেশে।

ইতালির জনসংখ্যা চীনের চেয়ে কম। দেশটিতে জনসংখ্যা মাত্র ৬ কোটি। আর চীনের জনসংখ্যা প্রায় ১শ’ ৪০ কোটি।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভাইরাসটি অন্যান্য বয়সের তুলনায় অনেক বেশি হারে ৬৫ বছরেরও বেশি বয়সীদেরকে কাবু করে ফেলছে। করোনা সংক্রমণে এই বয়সের লোকদের মৃত্যুর হার বেশি।

Advertisement