ইতালির রোমে তরুনী ধর্ষনের দায়ে বাংলাদেশী গ্রেফতার

এমডি রিয়াজ হোসেন, ইতালী : ইতালীর রাজধানী রোমে এক পর্যটক যুবতী ধর্ষণের সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে রোম পুলিশ।
২২ বছর বয়সী বাংলাদেশীকে রোমের ক্রিমিনাল পুলিশ (ক্যারাবিনিয়ারী) গ্রেফতার করে। সংবাদটি স্থানীয় সংবাদপত্রে ব্যাপকভাবে প্রচার করা হয়। এ নিয়ে ইতালীতে বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক মুখরোচক আলোচনা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, ফিনল্যান্ডের এক পর্যটক যুবতীকে গাড়ীতে লিফটের কথা বলে নির্জন পার্কিংয়ে নিয়ে গিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে এবং মাথায় আঘাত করে ধর্ষন করা হয়। এ সময় চিৎকার শুনে পাশের বাড়ীর ছাদ থেকে এক নারী তাকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করলে খুব দ্রুততার সাথে টহল (ক্যারাবিনায়ারী)পুলিশ এসে ধর্ষনকারীকে গ্রেফতার করে।
ঘটনার ছবি-ভিডিও এবং প্রত্যক্ষদর্শীর বর্ননায় অভিযোগ প্রমানিত হয়। পুলিশ এখনো বাংলাদেশীর নাম প্রকাশ করেনি।
রোমের মেয়র টু্ইটারে ঘটনাটির ব্যাপারে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।
সচেতন প্রবাসীরা ঘটনাটির কারনে কর্মস্থলে বিব্রত বোধ করছেন। উল্লেখ মাদক ব্যবসাসহ বিভিন্ন মামলায় প্রায় শতাধিক বাংলাদেশী ইতালির জেলে রয়েছে।

Advertisement