ফাহিমা হোসেন, ইতালী : ইতালীর রোমে ভয়েস ফর বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইউরোপ জুড়ে জনমত গড়ে তোলার লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নুরুল আফসার । সদস্য সচিব শিমুল চৌধুরীর পরিচালনায় রোমের তরপিনাতারায় একটি হল রুমে গত ১০ অক্টোবর এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মহিলা সমাজ কল্যান সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আবু তৈয়ব, নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম, সমাজ সেবক জুয়েল আহমেদ জুয়েল, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, মাইনুল হাসান, খান রবিন সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন আইয়ামে জাহেলিয়া যুগকেও হার মানিয়েছে। ভয়েস ফর বাংলাদেশ ইতালী শাখার আহবায়ক নুরুল আফসার বলেন, হত্যা, ধর্ষন, লুন্ঠন, অগ্নিসংযোগ করে রাখাইন রাজ্যকে মৃত্যুপুরী বানিয়েছে। অং সং সুচীর কঠিন থেকে কঠিনতম বিচার চাই। এই কিলার সূচীর সাথে বাংলাদেশ সহ বিশ্বের কোন সম্পর্ক থাকতে পারে না। সদস্য সচিব শিমুল চৌধুরী বলেন, ইউরোপ জুড়ে সূচী বিরোধী জনমত গড় তুলতে ভয়েস ফর বাংলাদেশ কাজ করে যাবে। বিশেষ করে আমাদের সাথে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। একজন মানুষ হিসাবে এই হত্যাযজ্ঞ মেনে নিতে পারি না।