ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বাlর্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ইতালিয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে শনিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি খন্দকার কামাল খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম মৃধা। এতে প্রধান অতিথির ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিকস, স্পীকার সাবিনা আক্তার, চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, উপদেষ্টা জহিরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ফয়জুর রহমান, নাজিম উদ্দিন, মিনহাজ ব্যপারী, রাব্বীর হোসেন, লিয়াকত উল্লা,আবু সায়েদ শোয়েব,  শাহনাজ সুমী।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বার্ষিক আয় ও ব্যায়ের হিসাব পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক আহমেদ মহিউদ্দীন টুটুল। বার্ষিক কার্যাবলি পেশ করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা।


সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র পরিপুর্ন বই আকারে অতিথিদের মাধ্যমে মোড়ক উন্মোচন করে, প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গঠনতন্ত্রের মাধ্যমে সংগঠন সুষ্ঠভাবে পরিচালিত হবে এবং সংগঠন তার লক্ষ্যে পৌছাবে।
এরপর উপদেষ্টা পরিষদের নিকট কার্য্যকরি পরিষদ ক্ষমতা হস্তান্তর করেন।বিলুপ্ত হয় কার্য্যকরি পরিষদ।তিন মাসের মধ্যে নুতন কার্য্যকরি পরিষদ উপহার দিবেন বলে সকলকে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো রাতের খাবার।সকলে রাতের খাবার মনোরম পরিবেশে উপভোগ করেন।দেশীয় খাবারের আয়োজন ছিলো বলে সকলে আনন্দিত।
অনুষ্ঠানের তৃতীয় পর্ব শুরু হয় রাতের খাবারের পরে।কার্য্যকরি পরিষদের সদস্য সেলিনা আক্তার জোসনা গঠনতন্ত্র পাঠকরে সকলকে শোনান।গঠনতন্ত্র নিয়ে সকলের উন্মুক্ত আলোচনার পরে সর্বশেষে সংগঠনের আগামী কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য গন।প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, উপদেষ্টা জহিরুল ইসলাম,উপদেষ্টা আইয়ুব আলী সহ অন্যান্য উপদেষ্টা গন।
অনুষ্ঠানে এসে সংগঠনের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে অনেকই নুতন সদস্য পদ গ্রহন করেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্ষিক সাধারণ সভায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন উপদেষ্টা পরিষদ,কার্য্যকরি পরিষদ,কর্য্যকরি পরিষদের সদস্য বৃন্দ ও সন্মানিত সদস্য বৃন্দ গন। প্রেস বিজ্ঞপ্তি

Advertisement