ইতালীর ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির সেরা রেমিটেন্স এওয়ার্ড অর্জন

এমডি রিয়াজ হোসেন, ইতালী : সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে এবছরও সেরা রেমিটেন্স এওয়ার্ড পুরস্কারে ভুষিত হল ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল ইতালী। গত ১৯শে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এওয়ার্ড ২০১৬ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম, এ, মান্নান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে রাব্বি।

ন্যাশনাল একচেঞ্জ কোম্পানির পক্ষে সম্মাননা গ্রহন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো:ইদ্রিস ফরাজী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী, পরিচালক মনির ফরাজী হিমেল। এদিকে এই প্রথম বারের মত রেমিটেন্স এওয়ার্ড পেলেন নেক মানি এক্সচেঞ্জ ইউকে। পুরস্কার গ্রহন করেন নেক কোম্পানির ইউকের চেয়ারম্যান ইকরাম ফরাজী। পরিচালক আনোয়ার ফরাজী, পরিচালক বাবুল মোড়ল। এ সময় ফরাজী গ্রুপের মালিক পক্ষ বলেন, “আমরা মনে করি এই অর্জন ইতালিস্থ সকল প্রবাসী রেমিটেন্স প্রেরনকারী ভাই ও বোনেরা এবং এর সাফল্যের অংশিদার ন্যাশনাল একচেঞ্জের কোমপানির সম্মানিত সকল অফিসার বৃন্দ। আসা করি ইতালী প্রবাসীদের আগামীতে সহযোগিতা পেলে দেশের রেমিটেন্সে বড় ধরনের অবদান রাখতে পারব।”

Advertisement