ব্রিট বাংলা ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বালাগান তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন দমকল বাহিনীর কর্মীরা।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল শোধনাগারে বিস্ফোরণে ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে। ওই এলাকা থেকে এক হাজারের বেশি মানুষ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, আজ সোমবার স্থানীয় সময় ভোরবেলা বিস্ফোরণটি ঘটে। এরপর ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে বলা হচ্ছে, বিস্ফোরণের পর হার্ট অ্যাটাকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের দাবি, অন্তত ১৫ জন মানুষ আহত হয়েছে।
স্থানীয়রা বলছেন, তেল শোধনাগারে বিস্ফোরণের পর ওই এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তেল শোধনাগারটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল সংস্থা পার্টামিনা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চলছে।
তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই এলাকায় ভারী বর্ষণ ও বজ্রপাতের পর শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটেছে।