ইরাকের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন অনিশ্চয়তার মুখে

ইরাকের প্রধান দলগুলো পার্লামেন্ট বয়কট করায় এবং আদালত একজন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করায় সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে রাজনৈতিক অস্থিরতার সর্বশেষ ঘটনা হচ্ছে এই ভোট বয়কট। সাধারণ নির্বাচনের পর প্রায় চার মাস গত হলেও এখনও পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়নি। রীতি অনুযায়ী ইরাকের কুর্দি সংখ্যালঘু একজন সদস্যকে চার বছরের মেয়াদে রাষ্ট্রপ্রধান পদে নির্বাচন করা হয়। বর্তমানে বারহাম সালেহ প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। খবর এএফপি’র।ইরাকের ৩২৯ আসনের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ কোরাম পূরণ হবে না এমন আশঙ্কা করা হচ্ছিল। শিয়া মোক্তাদা সদরের নেতৃত্বাধীন ৭৩টি আসনে নিয়ে পার্লামেন্টে বৃহত্তম জোট শনিবার প্রথমে ভোট বয়কটের ঘোষণা দেয়।সদরের মিত্র পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসির নেতৃত্বে ৫১ সদস্যের সোভারেনটি কোয়ালিশনও রোববার অনুরূপ বয়কটের ঘোষণা দেয়। এরপর, ৩১ আসনে থাকা কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সরে থাকার ঘোষণা দেয়। কয়েকটি শিয়া দল নিয়ে গঠিত আরেকটি জোট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক অক্টোবরের নির্বাচনসমূহের পর থেকে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার উল্লেখ করে বলেছে, অধিবেশনটি হওয়া উচিত নয়।

Advertisement