ইরানে এলকোহল পানে ৭২৮ জনের মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা প্রতিরোধ করে এ কথায় কান দিয়ে এলকোহল পান করে ইরানে প্রায় দেড় মাসে মারা গেছেন ৭২৮ জন। ২০ ফেব্রুয়ারি থেকে ৭ই এপ্রিল পর্যন্ত এ ঘটনা ঘটেছে বলে দেশটির জাতীয় করোনা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে। এতে বলা হয়, এসব মানুষ বিষাক্ত মিথানল পান করেছিলেন। গত বছর এলকোহলের বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন ৬৬ জন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। করোনা ভাইরাস মহামারির মধ্যে এপ্রিলের শুরুর দিকে সরকার একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, গত এক বছরে ইরানে এলকোহলের বিষক্রিয়া বৃদ্ধি পেয়েছে ১০ গুন। রক্ষণশীল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাপানপুর বলেছেন, ৫০১১ জনের দেহে মিথানল এলকোহলের বিষক্রিয়া হয়েছিল।

এর মধ্যে ৯০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেন হাসনাইন বলেছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বা অন্ধ হয়ে গেছেন শেষ পর্যন্ত তাদের সংখ্যা অনেক বাড়তে পারে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সবচেয়ে মারাত্মক আকারে ইরানে দেখা দিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ। এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৫৮০৬ জন। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৯১ হাজার। পান করার জন্য সুপেয় নয় মিথানল। এর সুগন্ধ নেই। পান করার মতো তেমন কোনো স্বাদও নেই। এটা পান করলে বিভিন্ন অঙ্গ ও ব্রেনের মারাত্মক ক্ষতি হতে পারে। কিছু লক্ষণ হলো বুকে ব্যথা, নাকে সর্দি ঝরা, হাইপারভেন্টিলেশন, অন্ধত্ব ও কোমায় চলে যাওয়া।

Advertisement