ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে ইসরাইলের দূতাবাসের সামনে প্রতিবাদ বিক্ষোভ

ব্রিটবাংলা রিপোর্ট:আল আকসা মসজিদ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি এবং ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে ইসরাইলের দূতাবাসের সামনে ধর্মবর্ণ সকলস্থরের মানবতাকামী মানুষের সম্মেলিত প্রতিবাদ শনিবার অনুষ্টিত হয়৷

ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিকসহ কোনো ধরনের যোগাযোগ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে আব্বাস এই ঘোষণা দেন।অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে নিরাপত্তায় কড়াকড়ির আরোপের পরিপ্রেক্ষিতে শুক্রবার দিনভর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। এতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর আব্বাস এই ঘোষণা দেন।সম্প্রতি সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে আল-আকসা মসজিদের প্রধান প্রবেশদ্বারে মেটাল ডিটেকটর বসায় ইসরায়েল। দেশটির এমন উদ্যোগকে আল-আকসার ওপর নিয়ন্ত্রণের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে প্রতিদিনই বিক্ষোভ করছে ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবরা।গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভে হতাহত হয় শতাধিক ফিলিস্তিনি। এ ছাড়া ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে নিহত হয় তিনি ইসরায়েলিও।এমন বাস্তবতায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়ে আব্বাস বলেন, ‘আল-আকসা মসজিদে নেওয়া (নিরাপত্তা) ব্যবস্থা বাতিল না করা হলে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনা পর্যন্ত আমি ইসরায়েলের সঙ্গে সর্বস্তরের যোগযোগ বন্ধের যোষনা দিচ্ছি ৷ আজকের সমাবেশে বৈরী আবহাওয়ার মধ্যে ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং প্রবাসী ফিলিস্থিনি নাগরিকরা শিশু সহ বিক্ষোভ সমাবেশে ব্যানার ফেষ্টুন নিয়ে যোগ দেয় ৷

Advertisement