ইসরায়েলি হামলা : ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় মঙ্গলবার (৯ মে) থেকে অনবরত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল । এসব হামলায় এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯০ জনেরও বেশি।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৬ শিশু ও ৩ জন নারীও রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদ মুভমেন্টের রকেট ফোর্সের (পিআইজে) প্রধান ও তার সহযোগীও রয়েছেন।ইসরাইলি হামলার জবাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে রকেট হামলা অব্যাহত রেখেছে। এমনই এক হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে নির্মিত ইসরাইলি ছিটমহলে এক ইসরাইলি নাগরিকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (১১ মে)।স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর দাবি, তারা পিআইজের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

Advertisement