ব্রিটবাংলা ডেস্ক : ইদুরের জন্যে বিশাল জরিমানার মুখে পড়েছে ইউকের খাদ্যসামগ্রী পন্যের পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠান ইস্ট এন্ড ফুড। ইন্ডিয়া এবং এশিয়ান খাদ্রসামগ্রী সাপ্লায়ার ইস্ট এন্ড ফুডসের বার্মিংহ্যামের ওয়ারহাউসে ইদুর পাওয়ায় ইস্ট এন্ড ফুডকে ১শ ৮০ হাজার পাউন্ড জরিমানা করেছে বামিংহ্যাম ম্যাজিস্ট্রেট কোর্ট। একই সঙ্গে ফুড হাইজিন আইন অমান্য করার দায়ে আরো ৩ হাজার ৪শ ৫৩ পাউন্ড পরিশোধ করতে হবে ইস্ট এন্ড ফুডকে।
২০১৭ সালের ১৬ জানুয়ারী বার্মিংহ্যামের হাইগেইটের ডারউইন স্ট্রীটের ইস্ট এন্ড ফুডের ওয়ারহাউস ভিসিটে গিয়ে ইদুর দেখতে পান ইন্সপেক্টররা। শেলভ এবং ফ্লোরে ইদুরকে দৌঁড়াতে দেখেছেন তারা।
আদালতে জানানো হয়েছে, শুকনো খাবার রাখার সেলভে রীতিমতো ময়লা আবর্জনার স্তুপ ছিল। যেখানে ইদুর নিধনের কোনো ব্যবস্থা ছিল না। এমন কি ফ্যানের গায়ে এবং ফ্রিজের ভেতরে এবং বাইরে কালো ফ্যাঙ্গাস পড়া ছিল।
এছাড়া কিছু খাবার যথাযথ পাত্রে না রেখে অপাত্রে রাখা হয়েছিল। এসব খাবারের সঙ্গে ফিশ এন্ড চিপস মিশে যেতেও দেখেছেন ইন্সপেক্টর। এসব কারনে ওয়ার হাউস বন্ধের নির্দেশ দিয়েছিল ফুজ ইন্সপেক্টর।
তবে আদালতে ফুড ইন্সপেক্টরের অভিযোগের বিরোধীতা করেছে ইস্ট এন্ড ফুড কর্তৃপক্ষ। তিনি দাবী করেন, ওয়ারহাউসে ইদুরের উপদ্রবের কথা যেভাবে উপস্থাপন করা হয়েছে সেভাবে আসলে কিছুই নেই।
Wholesaler East End Foods fined £180,000 for rats
A major wholesaler in Indian food has been fined £180,000 after rat droppings were found throughout one of its warehouses in Birmingham.
East End Foods was also ordered to pay £3,453 costs after pleading guilty to three breaches of food hygiene regulations.
When the warehouse in Darwin Street, Highgate, was visited by inspectors on January 16 2017 one of them saw a rat run across the floor.
Rat droppings were discovered on shelving throughout its two floors.
Gnawed food products were also found including boxes of super noodles and blancmange and bags of semolina.
There was also a gnawed corn on the cob while droppings were also found on a box of Burtons daily fish ‘n’ chips crisps.
Mark Jackson, prosecuting at Birmingham magistrates court, said there was also a build up of dust and debris throughout and that the owners had failed to put in adequate measures to control pests.
In addition there was also dust and black mould on a fan in the walk in refrigerator.