ইস্ট লন্ডনে গাছের নিচে বসতবাড়ি!! (ভিডিও)

আহাদ চৌধুরী বাবু:ইস্ট লন্ডনে গাছের নিচে বসতবাড়ি আকুতি আশ্রয় চাই ।

বহু জাতিক ও বহু সংস্কৃতির মানুষের বাস ব্রিটেন ৷

ওয়েল ফেয়ার রাষ্ট্র ব্রিটেনের মানুষের রাষ্ট্র কর্তৃক মৌলিক অধিকারের বিষয় গুলো দেখা হয় ।

বিভিন্ন পরিসংখ্যান বিষয়টি উঠে এসেছে গন মাধ্যমে ৷

আজকাল রাত নামার সাথে সাথে মার্কেট বা স্থাপনাগুলোর সামন দখল নিতে রীতিমত যুদ্ধের সাজ লক্ষ্য করা যায় ৷

মাথা গুজার ঠাঁই হসেবে আশ্রয়হীন খুজে ফিরে একটু জায়গা।

বস্তার ভিতর অথবা পরিত্যাক্ত কাগজের বক্স কে বিছানা একখণ্ড ইটের উপর মাথা রেখে বালিশের সুখ খুঁজে হয়েতো অনেকের একদিন ঘর ছিলো ছিলো সংসার ৷

যদিও নানান কারনে আজ বৈরাগী।

অনেকেই আবার ইলিগ্যাল হিসেবে কষ্টের মানবেতর জীবন যাপন করছেন এরকমই তিনজন আশ্রয়হীন মানুষের সাথেকথা হয় যারা তিন মাস যাবত বাস করছেন ইষ্ট লন্ডনের সেন্ট পিটারস ওয়ার্ডের উইভারস ফিল্ডের উডল্যান্ড ওয়ের বনবাদাড়ের ভিতর ।

একজন সোমালী অর্জিন অন্য দুজন বাংলাদেশী ৷

সোমালী কীম নামের ব্যক্তি সহ সবাই ফটো তুলতে বারন করেন।

হয়তো লোক লজ্জার ভয়ে অথবা ছুঁড়ই পাখির মতন শেষ আশ্রয় টুকু হারানোর ভয়।

 

টাওয়ার হ্যামেলেট এর হোমলেসের শতকরা হিসাৰে সাতাশ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে নতুন পরিসংখ্যানে দেখা যায়৷

হোমলেস বা ঘরবাড়ী হীন মানুষ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন বিশেষ করে ড্রাগ যেখানে সেখানে মল মুএত্যাগ এবংভাষমান হওয়াতে চুরী দেহ ব্যবসা সহ অপরাধমুলক কর্মের সংখ্যা বাড়ছে এ ক্ষেত্ৰে সামাজিক নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে অনেকেই মনে করেন।

বিশেষ করে আলতাব আলীপাৰ্ক কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গন,ইষ্টলন্ডন মসজিদের আশপাশে বোথ হাউসের সামনে,রয়েল লন্ডন হাসপাতালেরে পাশের চার্চিল কলেজের সামনে, বেথনাল গ্রীন টিউব ষ্টেশনের সম্মুখ স্থল উইভার্স পার্ক সহ অনেক জায়গায় এদের অবাধ বিচরণ এ বিষয়টি কাউন্সিল মনিটরিং করে সিদ্বান্ত নেওয়া জরুরী৷

Advertisement