ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে আরেক তরুনের মৃত্যু : Barking stabbing: Man, 24, killed in street

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে ছুরিকাঘাতে আরেকটি প্রান গেল বৃহস্পতিবার। রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ইস্ট লন্ডনের বার্কিং এলাকার ক্রোস রোডে ২৪ বছরের এক তরুন ছুরিকাঘাতে প্রান হারান।

মেট পুলিশ জানিয়েছে, এম্বুলেন্স এবং পুলিশ এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার পরিবারকে অবহিত করা হয়েছে তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

মেট পুলিশের রেকর্ড অনুযায়ী লন্ডনে চলতি বছর এ পর্যন্ত ৬০ জন প্রান হারিয়েছেন। এরমধ্যে ৩৯জনই প্রান হারান ছুরিকাঘাতে। আর ১০ জন গুলিতে।

A 24-year-old man has been stabbed to death in east London.

Police were called to Crows Road, Barking, at 23:31 BST on Thursday and found the injured victim.

The Metropolitan Police said: “He was given first aid by officers prior to the arrival of paramedics but sadly was pronounced dead at the scene.”

Formal identification is still to take place but the victim’s next of kin have been informed. No arrests have been made.

This year, the Met Police has recorded more than 60 murders, of which 39 involved knives and 10 involved guns.

 

Advertisement