উত্তেজনার মধ্যে ইসরাইলি ড্রোন ভূপাতিত করল হামাস

ব্রিট বাংলা ডেস্ক :: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে।

ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, রোববার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়। চতুর্ভূজ আকৃতির ওই ইসরাইলি ড্রোনটি গুলি করে ভূপাতিত করে হামাস যোদ্ধারা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধের হুমকির মধ্যেই এই ড্রোন ভূপাতিত করল সংগঠনটি। তবে ইসরাইলের পত্রিকা ডেইলি জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাস গুলিবর্ষণ করলে ড্রোনটি ওই এলাকা ছেড়ে চলে যায়।

এর আগেও হামাস ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া, কয়েকটি ড্রোন প্রযুক্তিগত কারণে গাজা উপত্যকার ওপর বিধ্বস্ত হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়।

Advertisement