উহানে করোনায় মৃতের সংখ্যা আচমকা ১,২৯০ জন বাড়লো

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা আচমকা ১ হাজার ২৯০ জন বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত নতুন হিসাব অনুসারে, ভাইরাসটিতে সেখানে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৮৬৯ জন। একইসঙ্গে বেড়েছে মোট আক্রান্তের সংখ্যাও। শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২৫ জন বেড়ে ৫০ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

উহানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বের হিসাবে কেবলমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের গণনায় ধরা হয়েছিল। এখন নতুন করে মহামারিটির শুরুর দিকে যারা বাড়িতে করোনায় মারা গেছেন বা যাদের মৃত্যুর খবর হাসপাতালে নিবন্ধিত হয়নি তাদেরও যোগ করা হয়েছে।
প্রসঙ্গত, চীনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সত্য নয় বলে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বের অনেক নেতা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও রয়েছেন। এমতাবস্থায়, চীন নতুন এই সংখ্যা প্রকাশ করেছে।

ভাইরাসটি বিস্তারের প্রাথমিক পর্যায়ে এর সংশ্লিষ্ট তথ্য ধামাচাপা দিয়েছিল উহানের কর্মকর্তারা। সম্প্রতি এর উৎপত্তি নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, এই মহামারিটি কিভাবে এলো সে ব্যাপারে চীনকে কিছু কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, স্পষ্টতই ভাইরাসটি নিয়ে এমন অনেককিছু ঘটেছে যা আমরা জানি না।

Advertisement