একুশের গৌরবোজ্জ্বল সংগ্রামগাঁথা ছড়িয়ে দিতে প্রভাতফেরীর মত অনুষ্ঠান  গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে প্রভাতফেরী।

পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে অনুষ্ঠিত প্রভাতফেরি পরবর্তী সমাবেশে আয়োজক সংগঠনের আহবায়ক বলেছেন, এদেশে বেড়ে ওঠা শিশুকিশোর যারা রাতে আসতে পারেনা তাদেরকে একুশের গৌরবোজ্জ্বল চেতনায় অনুপ্রাণিত করার জন্য রাতের পাশাপাশি সকালেও একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যের পক্ষ থেকে গত ৫ বছর ধরে এই প্রভাতফেরী পালিত হচ্ছে।

যুক্তরাজ্য ভিত্তিক একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদের আহবায়ক নুরুদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সংস্কৃতি বিষয়ক লীড মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার বলেন, বিলেতে বেড়ে ওঠা নব প্রজন্মের এবং অন্যান্য কমিউনিটির মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রামগাঁথা ছড়িয়ে দিতে প্রভাতফেরীর মত অনুষ্ঠান  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাবেশের আগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো…’ গান গেয়ে গেয়ে অনুষ্ঠিত হয় প্রভাতফেরী। প্রভাতফেরী শহীদ মিনার প্রাঙ্গন প্রদক্ষিন শেষে সমাবেশে এসে মিলিত হয়।

প্রভাতফেরীর একুশে গানে অংশ নেয়া ছোট্ট বাচ্চাদের উৎসাহ দিতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. রফিকুল হাসান খান জিন্নাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য সাধারণ সম্পাদক জামাল খান, সাংবাদিক, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, প্রভাতফেরি আয়োজন পরিষদের সদস্য সচিব আমিনা আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, উদীচী সভাপতি হারুন অর রশীদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ, সংস্কৃতিকর্মী সৈয়দা নাজনীন সুলতানা শিখা, সুশান্ত দাশসহ বিলেতের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সিনিয়র ব্যক্তিরা অংশ নেন।

Advertisement