এক মানবিক মানুষের বিদায় !

আহাদ চৌধুরী বাবু

ডাক্তার নাম টি শুনলে অনেক টা বিরক্তি আর ঘৃণা চলে আসে !  তবে সব নয় বৃহৎ একটি অংশ তারই বাহিরে একজন মানুষ, মানবিক মানুষ আমার অনেক লেখাতে বলেছি ,

যিনি সত্যিকারের ডাক্তার হতে পেরেছিলেন ।

মানবিক ডাক্তার !

গরিবের ডাক্তার ,একজন বিরল মানুষ !

আজ যখন ডাক্তার হলেই পশু হয়ে উঠার স্বপ্ন জেগে উঠে সেখানে তিনি ছিলেন নাড়ি টেপা ডাক্তার !

কালো ব্যাগের ডাক্তার ।

রিক্সায় চড়া ডাক্তার ! আমাদের বাবার ভরসার শহিদ সাব ।

হাজার হাজার মানুষের বিনা ফিতে যিনি সেবা দিতেন !অত্যান্ত বিনয়ী ।এক বড় মাপের মানুষ ছিলেন আমাদের বৃহত্তর আম্বর খানা মৌজার লিচুবাগান এলাকার ডাক্তার আব্দুস শহিদ খান সাহেব ।

উনার ছেলে মাসুম আমার ছুটো বেলার বন্ধু ও সহপাঠী !

তাই দেখেছি পারিবারিক ভাবে সাধারণ জীবন যাপনে ধর্মে কর্মে আচার আচরে এক সেরা মানুষের চরিত্র !

আমার বাবার সাথে ১৯৭৪ সালে খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুষ্কৃতী কারী কর্তৃক জ্বালিয়ে দেবার পর এটির দাঁড় করানোর জন্য নিরলস ভাবে কাজ করেন

বৃহত্তর আম্বরখানা এলাকার বিশিষ্ট চিকিৎসক,সর্বজন শ্রদ্ধেয় ডাঃ আব্দুস শহিদ খান সাহেব (শহিদ ডাক্তার) অদ্য

শনিবার ২৫শে জানুয়ারি সন্ধ্যা ০৭:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা হারালাম এক অভিবাবক একজন বিরল মানুষ 

নিশ্চয় আল্লাহ তাকে উত্তম স্থানে জায়গা দিবেন !কারণ তিনি মানুষের ডাক্তার সাব ছিলেন ।

(আহাদ চৌধুরী বাবু নির্বাহী সম্পাদক ব্রিটবাংলা 24)

Advertisement