ব্রিটবাংলা ডেস্ক : লেবার লিডার জেরেমি করবিন, হোম সেক্রেটারী সাজিদ জাভিদ, লন্ডন মেয়র সাদিক খানসহ দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে ফিন্সবারি পার্ক সন্ত্রাসী হামলার ঘটনাকে স্মরণ করলেন মঙ্গলবার। ইজলিংটন টাউন হলের সামনে সকাল সাড়ে ৯টার সময় এক মিনিট নিরবতা পালন করা হয়।
নিরবতা পালনের পর বক্তব্য রাখেন লেবার লিডার জেরেমি করবিন, হোম সেক্রেটারী এবং লন্ডন মেয়রসহ অন্যান্যরা। এ সময় ফিন্সবারি পার্ক হামলায় নিহত মকরম আলীর কন্যা রোজিনা আক্তারও বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত বছরের ১৯ জুন, মধ্যরাতে তারাবী শেষে ঘরমুখি মুসল্লিদের উপর ভেন তুলে হামলায় চালায় ৪৮ বছর বয়সী সাদা সন্ত্রাসী ডেরন অসবোর্ন। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৫১ বছর বয়সী বাঙালী মুসল্লি মকরম আলী। আহত হন আরো নয় মুসল্লি। তবে হামলার সঙ্গে সঙ্গেই উপস্থিত মুসল্লিরা ভেন ড্রাইভারকে আটক করে গণধুলাই দেন। এ সময় মসজিদের ঈমাম এসে হামলাকারীকে গণধুলাই থেকে রক্ষা করে পুলিশে তুলে দেন।
এই ঘটনাকে স্মরণ করে প্রধানমন্ত্রী থেরিজা মে এক বিবৃতি দিয়েছেন।
A minute’s silence has been held to mark the first anniversary of the Finsbury Park terrorist attack.
One man – Makram Ali – died, and nine others were injured when a van was driven into a crowd of people near a north London mosque on 19 June 2017.
The prime minister said it was “an attack on all of us” and the community’s bravery “sent a message that terrorism will never succeed”.
The silence was held outside Islington Town Hall at 09:30 BST.
Darren Osborne, 48, was jailed for 43 years for murdering 51-year-old Mr Ali after deliberately ploughing into the crowd on Seven Sisters Road during Ramadan.
In a speech following the silence, Labour leader Jeremy Corbyn praised the response of the community following the attack saying “those who seek to divide us by racism… cannot achieve anything”.
“We will be united forever, they will never divide us,” he said.
Muslim leaders, Mayor of London Sadiq Khan and Communities Secretary James Brokenshire gave speeches while Home Secretary Sajid Javid also attended the event in Islington.