এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি- সিইসি

ব্রিট বাংলা ডেস্ক :: ফাইল ছবিসামান্য কোথাও কোথাও অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও এগুলো ধর্ত্যব্যের বিষয় নয়। এত বড় একটা নির্বাচন, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এখন পর্যন্ত পরিবেশ ভালো। এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা।

সোমবার সকালে সেন্ট্রাল উইমেন্স কলেজে ডেমোনেস্ট্রেটরদের প্রশিক্ষণ দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, বিধায় ভোটাররা ভোট দিতে আসবে। অন্যবার প্রতিদ্বন্দ্বিতা থাকতো না, বা মাঝপথে বর্জন করতো, সে জন্য ভোটার কম থাকতো।

সিইসি আরো বলেন, ইভিএম নতুন প্রযুক্তি, বিধায় এর বিষয়ে কিছুটা জড়তা আছে। সেজন্য পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ‘মক’ ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আশা করেন, এর মাধ্যমে ভোটাররা ইভিএমের বিষয়ে অভ্যস্ত হয়ে উঠবে।

ইভিএম নিয়ে কিছু রাজনৈতিক দলের বিরোধিতার বিষয়ে সিইসি বলেন, তারা কেন বিরোধিতা করছেন তা তিনি বলতে পারবেন না। তবে নির্বাচন হয়ে গেলে তারা বুঝতে পারবে। ইভিএম নিয়ে তাদের ভুল ভাঙ্গবে।

Advertisement