এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে: তৈমুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেছেন,এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে। রোববার ১৬ জানুয়ারি দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপালা সরকারি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণে সমস্যা হচ্ছে।অভিযোগ করে হাতির মার্কার এই প্রার্থী বলেন, বন্দরের ২০নং ওয়ার্ডে সিটি করপোরেশনের শীর্ষ ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আমার এজেন্ট মনোয়ার হোসেন শোখনকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পুলিশে সোপর্দ করেছে।নগরীর ১১নং ওয়ার্ডের আইইটি সরকারি বিদ্যালয়কেন্দ্রের বাইরে থেকে আমার চার সমর্থককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। নগরীর ১২নং ওয়ার্ডে বার একাডেমি কেন্দ্রের কয়েকটি বুথে আমার প্রতীক হাতির মার্কার বাটন নষ্ট করে রাখা হয়েছে।১১নং ওয়ার্ড এর বিবি মরিয়ম স্কুলকেন্দ্রের পুরুষ কক্ষে, ১৩নং ওয়ার্ডের আমলাপাড়া আদর্শ বালিকা স্কুলের মহিলা কেন্দ্রের ইবিএম মেশিনে সমস্যা করে রাখা হয়েছে।

Advertisement