এনএইচএসের বিরুদ্ধে আইন লড়াইয়ে জয়ী হলেন ইউরোপের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট : Leading heart surgeon wins fight to work again

ব্রিটবাংলা ডেস্ক : বরখাস্তকৃত বিশ্বের শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ সার্জনকে চাকুরীতে ফিরিয়ে নিতে এনএইচএসকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কার্ডিওলজিস্টের নাম প্রফেসর মারজান জাহাঙ্গারী। বয়স ৫৬ বছর। তিনি ইউরোপের মধ্যে প্রথম মহিলা কার্ডিওক সার্জন। সাউথ লন্ডনের টুটিংয়ে সেন্ট জর্জেস হাসপাতালের কর্মরত ছিলেন তিনি। ব্যক্তিগত রোগিকে অগ্রাধিকার এবং নার্সের সঙ্গে চিৎকার করার অভিযোগে তাকে বরখাস্ত করেছিল এনএইচএস ট্রাস্ট। বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে কাজে ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্টের জাজ।

প্রফেসর মারজান অভিযোগ করেছেন, হাসপাতালে তিনি একরকম বুলিং এবং হয়রানীর শিকার হয়েছেন। তার বাড়িতে ডাকযোগে ‍মৃত পশু এবং মস্তকবিহীন পুতুলও পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে দ্যা সেন্ট জর্জেস হেলথ কেয়ার ট্রাস্ট চলতি বছরের প্রথম দিকে এক রিপোর্টে এই ঘটনাকে বিষাক্ত এবং রহস্যে মোড়া এক কাহিনী বলে বর্ণনা করেছিল। তবে মঙ্গলবার হাইকোর্টের জাজ ম্যাথিউ নিকলিন এনএইচএস টাস্টের অভিযোগ খন্ডন করে বলেছেন, প্রচলিত আইন অনুযায়ী প্রফেসর মারজানকে বরখাস্ত ছিল সম্পূর্ন অযৌক্তিক। জাজ আরো বলেছেন, তার উপর সব অভিযোগের প্রেক্ষিতে পরিত্রাণের জন্যে কোর্টে এসে তিনি সফল হয়েছেন, পরিত্রান পেয়েছেন।

রায় প্রকাশের পর কোর্টের বাইরে এক প্রতিক্রিয়ায় প্রফেসর মারজান জানিয়েছেন, তিনি আদালতের রায়ে খুশি। পুনরায় তিনি কাজে যোগ দিতে পারবে, রোগিদের সেবা করতে পারবেন এবং সহকর্মীদের সঙ্গে মিশতে পারবেন। তিনি বলেন, এনএইচএসের প্রতি তিনি অনুগত। গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে রোগিদের উন্নত সেবা দিতে তিনি দৃঢ় প্রতীজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেন প্রফেসর মারজানা জাহাঙ্গিরী।

এদিকে আদালতের বাইরে প্রফেসর মারজানের আইনজীবি ব্যারিষ্টার ইয়ান কোয়ার্ক জানিয়েছেন, বিভিন্ন সময় ট্রাস্টের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার কারণে ইউরোপের প্রথম মহিলা কার্ডিওক সার্জন প্রফেসর মারজানের বিরুদ্ধে অন্তত ১৪টি অভিযোগ উত্থাপন করেছিল এনএইচএস ট্রাস্ট। যদিও এনএইচএস ট্রাস্টের আইনজীবি সাইমন চিথ্যাম কিউসি দাবী করেছেন, এনএইচএস ট্রাস্টের কোনো সমস্যা আছে বলে কেউ কিছু উল্লেখ করেননি এবং আদালতের রায়েও এ নিয়ে কোনো পরামর্শ দেওয়া হয়নি। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেন্ট জর্জেস ইউনিভার্সিটি এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের চীফ এক্সিকিউটিভ জ্যাকুইলিন টট্যারডেল। রায়ে কোনো ধরনের অপরাধ

 

A failing NHS Trust that suspended one of the world’s top cardiologists has been ordered to reinstate her by a High Court judge.

Professor Marjan Jahangiri, 56, was excluded from St George’s hospital, Tooting, South London, after it was claimed she prioritised private patients over those from the NHS and had shouted at a nurse.

The surgeon, the first female professor of cardiac surgery in Europe, claimed she was subjected to a ‘campaign of bullying and harassment’, and was sent a dead animal and a decapitated doll in the post.

The St George’s Healthcare Trust was described as ‘toxic’ and in the grip of ‘dark forces’ in a report earlier this year.

As a result of that report, the hospital commissioned a second review into the revelations surrounding the Trust.

Employees were warned not to speak to any witnesses involved in that investigation but the Trust claimed that Jahangiri indirectly contacted one of the witnesses through her secretary.

But today the surgeon was vindicated by Judge Matthew Nicklin, who said: ‘Overall, the decision to exclude was irrational, in the public law sense.’

He said of the surgeon: ‘She has been successful, she had been required to come to court to obtain the relief that she has obtained.

Speaking outside the High Court, Prof Jahangiri said: ‘I am delighted with today’s judgement and very much look forward to returning to my patients, their families, my colleagues and my trainees.

‘My priority, as it has always been, is combining excellent patient care with research and training.

‘I am devoted to the NHS.’

The professor’s barrister Iain Quirke said the decision to exclude the professor meant that patients were missing operations that could save their lives.

‘This present application is urgent because with each day that goes by, patients booked for heart surgery with the claimant are cancelled,’ he said.

Mr Quirke went on to say that 14 different complaints had been made against Jahangiri because she had acted as a whistleblower in the past.

He told the court that Jahangiri is the only female professor in cardiac surgery in Europe.

Mr Quirke went on to claim that her students at the hospital have threatened to leave if she doesn’t return to work.

The trust’s lawyer, Simon Cheetham QC said: ‘There is no suggestion that anyone is saying she is the source of [the trust’s] problems.

‘These are decisions that, whether they are right or wrong, were made in good faith.

‘It was necessary to suspend her because if that was the claimant’s behaviour, then it would have been bound to have had an impact on the report.’

Professor Marjan Jahangiri denied that she prioritised a private client over NHS patients as well as shouting at a nurse.

She also denied that her indirect interaction with the report witness required her suspension.

Judge Nicklin ordered that the suspension of Professor Jahangiri by the St George’s NHS Trust be overturned.

Jacqueline Totterdell, chief executive at St George’s University Hospitals NHS Foundation Trust, said she was disappointed by the outcome.

She added: ‘We are disappointed by the judgment issued today, but understand and respect it. We welcome that this ruling is not about guilt or exoneration, and the judge made no finding on the facts being investigated.

Advertisement