এন্টি সেমিটিজম বিতর্কে দলীয় হুইপ ত্যাগ করলেন লেবারের বর্ষীয়ান এমপি : Anti-Semitism row: Frank Field resigns Labour whip

বর্ষীয়ান লেবার এমপি ফ্রাঙ্ক ফিল্ড

ব্রিটবাংলা ডেস্ক : এন্টি সেমিটিজম বিতর্ককে কেন্দ্র দলীয় হুইপ ত্যাগ করলেন লেবারপার্টির বর্ষীয়ান এমপি ফ্রাঙ্ক ফিল্ড। হুইপ ত্যাগের কারণ হিসেবে তিনি স্থানীয় রাজনীতিতে অসহিষ্ণু, নির্দয় এবং ভীতির সংস্কৃতির প্রভাব এবং এন্টি সেমিটিজমের জন্যে দলীয় লিডার এক ধরণের ফোর্সে পরিণত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। যদিও ব্রেক্সিট ভোটে দলীয় সিন্ধান্তের বাইরে গিয়ে তিনি সরকারী দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ কারণে এক মাস আগে তার নির্বাচনী আসনে লেবার পার্টির কনফিডেন্টস ভোটে পরাজিত হন এমপি ফ্রাঙ্ক। এই অবস্থায় স্বেচ্ছায় হুইপ ত্যাগ না করলে হয়তো কিছু দিনের মধ্যে হয়তো তাকে দল থেকে বরখাস্ত করা হত।

লেবার লিডার জেরেমি করবিনের সঙ্গে এমপি ফ্রাঙ্ক ফিল্ড

এমপি ফ্রাঙ্ক ফিল্ড এক চিঠিতে বলেছেন, তিনি পার্লামেন্টে লেবার পার্টির হুইপ ত্যাগ করলেও দলের সদস্য হিসেবে কাজ করে যাবেন। আগামী নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বীতা করতে চান বলে বিবিসি রেডিও ফোরকে জানিয়েছেন। লেবার মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। এদিকে লেবার পার্টি জানিয়েছে, পার্লামেন্টে দলীয় হুইপ ত্যাগ করার পর আর দলের সদস্যপদ ধরে রাখা যায় না। সদস্য থাকলে হুইপ মানতে হবে। এটাই নিয়ম।

এদিকে দলের লিডার জেরেমি করবিন অবশ্য এন্টি সেমিটিজমের কারণে এ্যাপোলজি করে দলের ভেতর থেকে এন্টি সেমিটিজম দূর করবেন বলে প্রতীজ্ঞা করেছেন। তবে দীর্ঘদিন লেবার পাার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করায় হুইপ ত্যাগি এমপি ফ্রাঙ্ক ফিল্ডকে ধন্যবাদ জানিয়েছেন লেবার লিডার।

উল্লেখ্য লিভারপুলের মার্সিসাইড এলাকার দ্যা বার্কিনহ্যাড আসন থেকে  ১৯৭৯ সালে প্রথম এমপি নির্বাচিত হন ফ্রাঙ্ক ফিল্ড। ১৯৯৭ সালে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে ওয়েলফেয়ার রিফর্ম মিনিস্টার হিসেবে দায়িত্ব পান। একই বছর তিনি মিনিষ্টারের পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে ব্যাকবেঞ্চার হিসেবে পার্লামেন্টে ছিলেন। তবে গত তিন বছর যাবত ওয়ার্ক এন্ড পেনসন চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

Veteran Labour MP Frank Field has quit the party’s group in Parliament, saying the leadership is becoming “a force for anti-Semitism in British politics”.

The Birkenhead MP also blamed a “culture of intolerance, nastiness and intimidation” in local parties.

A month ago he lost a confidence vote in his constituency party, after siding with the government in Brexit votes.

Jeremy Corbyn has apologised for hurt caused by anti-Semitism in the party and pledged to stamp it out.

A Labour Party spokesman said: “Jeremy Corbyn thanks Frank Field for his service to the Labour Party.”

But a Labour source claimed “Frank has been looking for an excuse to resign for some time.”

Mr Field, a Eurosceptic who is among a handful of Labour MPs to back the government in some Brexit votes, says he will remain as a member of the party, but will quit the Labour whip in Parliament – which means he will not be subject to the parliamentary party’s disciplinary procedures.

The Labour Party says it is not possible to resign the whip and remain a party member, but Mr Field told BBC Radio 4’s PM he hoped to stand as a Labour candidate at the next election, but would otherwise stand as an independent Labour candidate.

In a letter to chief whip Nick Brown, he said the anti-Semitism row in the party was reason enough to resign, suggesting the leadership was “becoming a force for anti-Semitism in British politics”.

Mr Field has been a Labour MP since 1979 and is a specialist on welfare issues. He had a spell as welfare reform minister after Tony Blair became prime minister in 1997, but his brief to “think the unthinkable” ended with his resignation a year later.

Since then he has been a backbencher, and has chaired the Commons Work and Pensions Committee for the past three years.

Advertisement