এবার করোনাতে আক্রান্ত ট্রুডোর স্ত্রী

ব্রিট বাংলা ডেস্ক :: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র সোফির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার ট্রুডোর স্ত্রীর শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পর করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজেটিভ আসে। এর জের ধরেই আপাতত ১৪ দিন আইসোলোশনে থাকার কথা জানিয়েছেন ট্রুডো ও তার স্ত্রী। তবে এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ আছেন ট্রুডো। তার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার কোন লক্ষণ দেখা যায় নি। তবুও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আগামী ১৪ দিন আইসোলোশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। তবে এ সময় বাড়ি থেকেই সব কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কানাডায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১০৩ জন আক্রান্ত হয়েছে।

Advertisement