ব্রিটবাংলা ডেস্ক : করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে নতুনভাবে শুরু করতে সহযোগিতার জন্যে এবার রিস্ট্যার্ট গ্র্যান্ট দিবেন ব্রিটিশ চ্যান্সেলার ঋষি সোনাক। বুধবার জাতীয় বাজেটের সাথে প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের রিস্ট্যার্ট গ্র্যান্টের ঘোষণা দেবেন তিনি। বাউন্স ব্যাক স্কীমের অধিনে কাউন্সিলের মাধ্যমে প্রায় ৪ লাখ ৫০ হাজার নন এসেনসিয়েল ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার পাউন্ড করে এবং ২ লাখ ৩০ হাজারের বেশি হসপিটালিটি খাত অর্থাৎ পাব, রেস্টুরেন্ট, জিম ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠান পাবে সর্বোচ্চ ১৮ হাজার পাউন্ড করে।
লকডাউন শিথিলের ধারাবাহিক ধাপ অনুযায়ী আগামী ১২ এপ্রিল থেকে ইংল্যান্ডের নন-এসেনসিয়েল দোকানপাট খুলতে পারে। নতুনভাবে শুরু করার জন্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দিতে বাউন্স ব্যাক স্কীমের অধিনে লোকাল অথোরিটির মাধ্যমে এই গ্র্যান্ট সরারসরি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে।
নন-এসেনসিয়েল ব্যবসা, রেস্টুরেন্ট, পাব, জিম মিলে অন্তত ৭ লাখ ব্যবসা প্রতিষ্ঠান এককালিন ৬ হাজার পাউন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ১৮ হাজার পাউন্ড পর্যন্ত রিস্ট্যার্ট গ্র্যান্ট পাবে। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে ৫ বিলিয়ন পাউন্ড। এ নিয়ে গত মার্চে করোনা শুরু হওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্যে সরকারের ব্যয় হবে প্রায় ২৫ বিলিয়ন পাউন্ড।
চ্যান্সেলাক জানিয়েছেন, করোনার কারণে ২০২০ অর্থ বছরে প্রায় ৪শ বিলিয়ন পাউন্ড ঋন নিতে হয়েছে সরকারকে। এই সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৮ গুন বেশি। সবমিলিয়ে জাতীয় ঋনের পরিমান প্রায় ২ দশমিক ১ ট্রিলিয়ন পাউন্ডের কাছাকাছি। বর্তমানে ব্রিটেনের প্রতি নাগরিকের মাথা পিছু জাতীয় ঋনের পরিমান ৩০ পাউন্ডের বেশি।