ব্রিট বাংলা ডেস্ক :: কয়েক মাস আগে একটি অন্তর্জালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। সেই ভিডিওতে দেখা যায় প্রযোজক বনি কাপুর তাকে আপত্তিকরভাবে স্পর্শ করছেন। এরপর শুরু হয় বিতর্ক। অনেকেই বনি কাপুরের সমালোচনা করেন। বিভিন্ন সংবাদমাধ্যমও সংবাদ প্রকাশ করেন। কিন্তু তখন এ বিষয়ে তেমন কথা বলেননি উর্বশী। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন এ নায়িকা। তিনি বলেন, বনি কাপুরের সঙ্গে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে কদিন আগে। সেটা ছিল খণ্ডিত অংশ। কিন্তু পুরো বিষয়টি কেউ না জেনেই বিভিন্ন ধরনের কথা বলেছেন। বনি অত্যন্ত ভালো একজন মানুষ। তার সঙ্গে আগে থেকেই আমার পরিচয়। কাউকে নিয়ে অযথা বাজে কথা বলা ঠিক নয়। যেভাবে বলা হয়েছে আমাকে আপত্তিকরভাবে তিনি স্পর্শ করেছেন, এমন আসলে কিছুই ঘটেনি। ওটা ছিলো একটা অঙ্গভঙ্গি। আমি একটা কথা বলতে চাই, কোনো সংবাদ প্রকাশ করার আগে অথবা কাউকে কিছু বলার আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত। কারণ সবারই আত্মসম্মানবোধ রয়েছে। এ ভিডিও ভাইরাল হবার পর বনি যেমন অস্বস্তিতে পড়েছেন, ঠিক তেমনি আমিও বিব্রতবোধ করেছি। কিন্তু এততিন কিছুই বলিনি বিষয়টি নিয়ে। কিন্তু এখন বলছি। কারণ অনেকে এখনও বিষয়টি নিয়ে আমাকে জিজ্ঞেস করেন। আমি জনে জনেতো বিষয়টি পরিষ্কার করতে পারবো না। সে কারণে সবার উদ্দেশ্যে আজই কথাগুলো বলালাম। প্লিজ, না জেনে-বুঝে কথা বলবেন না। এটা আমার অনুরোধ।
এমন কিছুই ঘটেনি
Advertisement