এম ফাইভে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত : Man dies after police ‘fire ten times’ through car window at M5

ব্রিটবাংলা রিপোর্ট : ইংল্যান্ডে এম ফাইভ মটরওয়েতে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃস্টলের কাছে এম ফাইভ মটরওয়ের ১৯ নম্বর জংশনের কাছে পোর্টবাড়ি হ্যার্ন্ডেডে সশস্ত্র পুলিশ একটি গাড়ির জানালা দিয়ে অন্তত ১০ বার গুলি ছুঁড়েছে। জানালার কাচ ভাঙচুর অবস্থায় লাল একটি গাড়ি রাস্তায় পড়ে আছে। ঘটনার পরপরই পুলিশ রোড বন্ধ করে দিয়েছে।

এয়ার এম্বুলেন্সসহ অন্যান্য জরুরী সার্ভিসের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসি রেডিওকে জানিয়েছেন, তিনি অন্তত ৬ থেকে ১০টি গুলির শব্দ শুনেছেন। এ্যাভন এন্ড সমারসেট পুলিশও এম ফাইভে এক ব্যক্তির নিহতের কথা স্বীকার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দ্যা ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লায়েন্টস কমিশন।

Man dies after police ‘fire ten times’ through car window at M5

A man has died in a shooting involving armed police at a junction of the M5 motorway near Bristol.

An eyewitness told the BBC officers fired shots at a car on the Portbury Hundred (A369) near junction 19 for Portishead at about 09:30 BST.

He said he saw police shoot at the passenger window and drag a man out of the bullet-riddled car.

Avon and Somerset Police said it had referred the death to the Independent Police Complaints Commission (IPCC).

David Ellison told BBC Radio Bristol he saw officers fire between six and 10 shots through the passenger window using handguns.

“They surrounded it. They shot maybe five, six or 10 times,” he said.

“Then they dragged a man from the car to resuscitate him.

Forensic officers in white protective suits are scouring every inch of the car and road surface.

An object on the roof of the red car looks like a handgun to the naked eye.

There are bullet holes in the windows and shards of shattered glass on the tarmac below. The driver’s door is open.

This afternoon police erected a large privacy barrier across the end of the road and extended the cordon around the scene.

A large blue police tent has been carried in and installed next to the car.

Advertisement