এশিয়ান কারি খাওয়ার জন্যে দু’শ মাইল উড়াল দিলেন তিন বন্ধু

ব্রিটবাংলা ডেস্ক : বিলেতে এশিয়ান বাবুর্চিদের হাতের রান্না তরকারি খেতে গিয়ে নজির স্থাপন করেছেন আইল অব ওয়াইটের তিন বন্ধু। সড়ক পথে আইল অব ওয়াইট থেকে  উত্তর পশ্চিম লন্ডনের হ্যারোতে অবস্থিত প্রিয় কারি হাউস লাহোর স্পাইসের কারি খেতে গেলে হয়তো পুরো দিন চলে যাবে। তাই সময় বাঁচানোর জন্য আকাশ পথে উড়ে এসে তিন বন্ধু মিলে ৫০ পাউন্ডের কারি খেয়ে আরো প্রায় ২শ পাউন্ডের কারি সঙ্গে নিয়েও গেলেন। আর যাওয়া আসাতে তাদের খরচ হয়েছে প্রায় ১শ পাউন্ড এবং সময় লেগেছে দুই ঘন্টারও কম।

৫২ বছর বয়সী ডানিয়েল সাবহানির হঠাৎ ইচ্ছে হয় এশিয়ান কারি (তরকারি ) খাওয়ার। সাথে সাথে তা অপর দুই বন্ধু ৪৩ বছর বয়সী সিমন লেজার এবং ৩৯ বছর বয়সী মাইক ফিগকে জানান। এশিয়ান কারির স্বাদ নিতে তারাও রাজি হলেন। কিন্তু আইল অব ওয়াইটের সেনডাউন থেকে লন্ডনে এসে এক বেলা খাওয়ার জন্যে সড়ক পথে আসলে খরচ যাই হোক যাওয়া আসাতেই পুরো দিন চলে যাবে! তাই ডানিয়েল তার নিজের কপ্টার চালিয়ে পাঁচ হাজার  ফিট উপর দিয়ে ১শ ২০ মাইল গতিতে লন্ডনের এলসট্রি এ্যারাড্রোমে এসে পৌঁছেন। সেখান থেকে ক্যাবে ছড়ে পৌছান তাদের প্রিয় কারি হাউসে। এতে তাদের সময় লেগেছে ১ ঘন্টারও কম। আর যাওয়া আসাতে ব্যয় হয়েছে মাত্র ৬০ পাউন্ডের পেট্রল। আর সড়ক পথে আসলে প্রায় ৪০ মিনিটের বেশি সময় লাগত ফেরিতে পৌঁছাতে। তারপর প্রায় এক ঘন্টার বেশি সময় নিয়ে ফেরি পাড়ি দিয়ে পোর্টসমাউথে পৌঁছার পর আরো প্রায় দুই ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছাতে হত লাহোর স্পাইসে। আর যদি ট্রাফিক পাইলে কতক্ষন লাগত তার হিসেবে কল্পনার বাইরে। আর যাওয়া আসাতে পেট্রল ব্যয় হত প্রায় দু পাউন্ডের মতো।

Advertisement