ব্রিটবাংলা ডেস্ক : ব্রেক্সিটের পর বানিজ্যের প্রসার বাড়াতে এশিয়া এবং প্যাসিফিক জাতির ১১ দেশের সমন্বয়ে গঠিত দ্যা কম্প্রিহ্যানসিভ এন্ড প্রোগ্রেসিভ এগ্রিম্যান্ট ফর ট্রান্স-প্যাসিপিক পার্টনারশীপ সংক্ষেপে সিপিটিপিপি’তে যোগ দেওয়ার জন্য সোমবার আবেদন করবেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল সেক্রেটারী লিজ ট্রাস।
সিপিটিপিপি ২০১৮ সালে গঠিত হয়। অস্ট্রেলিয়া, ব্রুনাই, জাপান, কানাডা, চিলি, মালয়েশিয়া, ম্যাক্সিকো, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পেরু এবং ভিয়েতনাম এই সংস্থার প্রতিষ্টাকালিন সদস্য দেশ।
মার্কিন যুক্তরাষ্ট্র এতে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর যোগ দেওয়ার প্রক্রিয়া বাতিল করেন।
সিপিটিপিপি’র সদস্য দেশগুলোর মধ্য পন্য আদান প্রদানের ক্ষেত্রে সীমান্তে কর কমিয়ে দেওয়া হয়। রপ্তানি চার্জ কমানো প্রায় ৯৫ শতাংশ। তবে হোম মেইড পন্যের ক্ষেত্রে চার্জ কমানো না হলেও এর বিপরীতে সুবিধা দেওয়া হয়।
সিপিটিপিপি প্রায় ৫শ মিলিয়নের বেশি মানুষের বাজার নিয়ন্ত্রন করে। আর বিশ্বের সর্বমোট আয়ের প্রায় ১৩ শতাংশ যোগান দেয় সিপিটিপিপ।