ব্রিট বাংলা ডেস্ক :: সময় মোটেও ভালো যাচ্ছে না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের। সব কিছুতেই তাদের তালগোল পাকানো ভাব যেন কাটছেই না!
দলের সভায় ‘প্রিয়াংকা গান্ধী জিন্দাবাদ’ বলতে গিয়ে অতিউৎসাহে মারাত্মক ভুল করে কংগ্রেস নেতারা স্লোগান তুললেন ‘প্রিয়াংকা চোপড়া জিন্দাবাদ’। খবর এনডিটিভির।
ব্যাস! আর যায় কোথায়। তুমুল সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।
দিল্লিতে রোববার এক মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে ওই স্লোগান দিয়ে ফেলেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার।
মঞ্চে তখন দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়া। তার তখন আর মুখ লুকানোর জায়গা নেই।
সুরেন্দ্র কুমার স্লোগান দিতে থাকেন, ‘সোনিয়া গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াংকা চোপড়া জিন্দাবাদ।’ আচমকা ওই স্লোগান ওঠায় অস্বস্তিতে পড়ে যান সুভাষ চোপড়া।
এদিকে ওই ভিডিও সাংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
কেউ কেউ লেখেন– ভাগ্য ভালো রাহুল গান্ধী ওই মিছিলে ছিলেন না। এমনও হতে পারত কংগ্রেস নেতারা স্লোগান দিতে পারত রাহুল বাজাজ জিন্দাবাদ। পাশাপাশি কেউ কেউ প্রশ্ন করেন, কখন কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রিয়াংকা চোপড়া?