কঙ্গোতে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় নিহত ৩৬

ব্রিট বাংলা ডেস্ক :: আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি অঞ্চলে মঙ্গলবার সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বেনি প্রদেশের রাজধানী ওইচা থেকে ২০ কিলোমিটার দূরের মানজিনগি গ্রামে হামলা চালানো হয়। হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়ে বেনি প্রদেশের গভর্নর ডোনাত কিবওয়ানা বুধবার জানান, হামলায় বহু মানুষ নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে সবমিলিয়ে ৩৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে কঙ্গোর সরকারি কর্মকর্তারা ওই বিদ্রোহী হামলায় ১৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

প্রসঙ্গত, কঙ্গোতে বহু সশস্ত্র বিদ্রোহী দল রয়েছে । গত ৩০ অক্টোবর থেকে এমনই একটি সশস্ত্র বিদ্রোহী দল দ্য এলিইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে কঙ্গোর সেনাবাহিনী। এই অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত বেনি প্রদেশে ২৬৫ জন নিহত হয়েছেন।

Advertisement