কবি নজরুলের জন্মজয়ন্তিতে লন্ডনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তমজন্মজয়ন্তিকে সামনে রেখে নজরুল পরিষদের উদ্যোগে রোববার লন্ডনের মহাত্মা গান্ধী সেন্টারে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান“সন্ধ্যাতারা” অনুষ্ঠিত হয়। এতে  নজরুল সংগীতের বাণী ও সুরের মূর্ছনায় দর্শকদের মোহিত করে যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনা।   ড: সতত সুপ্রিয় ও সুমনা ভট্টাচারিয়া এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদের চেয়ারম্যান ড: মুহাম্মদ নুরুল আলম।  অতিথিদের  ফুল দিয়ে স্বাগত জানান তাহির আলী। 
 
 
​এতে ​সঙ্গীত পরিবেশন করেন​  চিরঞ্জীব চক্রবর্তী, শামসী ফারুক সিমকি, এরশাদ​ ​আলমগীর, সাদিয়া আফরোজ চৌধুরী, ফারজানা শিফাত সপ্না, নাজমুন নাহার তন্বী, সুজানা আন​সার, শর্মিষ্ঠা গুহ ​ও  অমিত দে । নৃত্য পরিবেশনায় ছিলেন সেঁজুতি দাস। 
অনুষ্ঠান রচনা , লাইট এবং স্টেইজ এ ছিলেন সাজিয়া আফরিন চৌধুরী ।
 
অনুষ্ঠানে তবলাতে ইয়ামিন চৌধুরী সাগর, কি বোর্ডে অমিত দে, গিটারে কৃশ রবি , ভায়োলিন এ জ্যোসনা শ্রীকান্ত​ ও ​ সাউন্ডে মিলন বিশ্বাস​ সমন্বয় করেন।​ অনুষ্ঠান এ  বিপুল​ ​সংখ্যক নজরুল ভক্ত ​ ও  গন্যমান্য দর্শকদের উপস্থিতি ​ভিন্ন​ ​আবহ সৃষ্টি করে। বিজ্ঞপ্তি
Advertisement