কভিড-১৯: মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

ব্রিট বাংলা ডেস্ক :: কভিড-১৯ রোগে মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। ফলে আক্রান্ত ও মৃত উভয় দিকেই বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেল দেশটি। শনিবার যুক্তরাষ্ট্রে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একইদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এদিন দেশটির সবগুলো প্রদেশে সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২০০০ জন। ফলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মোট মারা গেলেন ২০ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন সাড়ে ৫ লাখেরও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হুশিয়ারি করেছিলেন যে, আগামি কয়েক মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারাতে পারেন।

যদি মানুষ এই সময়ের মধ্যে বাড়িতে অবস্থান না করে তাহলে এ সংখ্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তারা। যুক্তরাষ্ট্রের ৯০ ভাগ মানুষই ‘স্টে হোম’ নির্দেশের আওতায় রয়েছে। দেশটিতে বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, পাব, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও কম গুরুত্বপূর্ন অর্থনৈতিক কর্মকাণ্ড। এ মাসের শেষ নাগাদ শিথিল হতে পারে এ নির্দেশ এমনটা আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান মার্কিনিদের জীবন যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। গত শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কভিড-১৯ নিয়ে দ্রুতই তিনি সিদ্ধান্ত দিতে যাচ্ছেন। এর পূর্বে তিনি চিকিৎসক, ব্যবসায়ী প্রধান ও ‘বুদ্ধিমান এক দল মানুষের’ পরামর্শ নিচ্ছেন। তিনি বলেন, মানুষ কাজে ফিরতে চায়। আমাদের দ্রুত এ দেশকে ফিরিয়ে আনতে হবে।

Advertisement