কভেন্ট্রি যুবলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষিত

বিশেষ প্রতিনিধি : যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের কভেন্ট্রি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার । যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান কভেন্ট্রি শাখায় হোসেন আহমেদকে সভাপতি, আব্দুল বাছিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ, কভেন্ট্রি শাখার কমিটিতে যাদের বিভিন্ন পদে যাদের নির্বাচিত করা হয় তারা হলেন

সভাপতিঃ হোসেন আহমেদ
সহ সভাপতিঃ (সিনিয়র) মোহাম্মদ আলী হুসেন
মোশাররফ হোসেন
মোহাম্মদ ইসলাম রিপন
আব্দুল ওহাব
রুহেল আহমেদ
আব্দুল মুমিন
ফয়ছল আহমেদ চৌধুরী

সাধারণ সম্পাদকঃ আব্দুল বাছির
যুগ্ম সম্পাদকঃ তাজ উদ্দিন মুক্তা
আর আর হাসান অমি
লায়েছ মিয়া

সাংগঠনিক সম্পাদকঃ ফাহিম আহমেদ
আব্দুল আহাদ
আই কে জুয়েল

প্রচার সম্পাদকঃ মোহাম্মদ বাতির আলী
সহ প্রচার সম্পাদকঃ শায়েখ আলী

দপ্তর সম্পাদকঃ ওয়াহিদুল ইসলাম শ্যামল
অর্থ বিষয়ক সম্পাদকঃ আব্দুর রকিব
আইন বিষয়ক সম্পাদকঃ জুনেদ চৌধুরী
সহ আইন বিষয়ক সম্পাদকঃ শাফায়াত ইসলাম কমল
মানবাধিকার বিষয়ক সম্পাদকঃ সাব্বির আহমদ আসাদ
ধর্ম বিষয়ক সম্পাদকঃ হাফেজ কাপ্তান মিয়া
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকঃ আরাফাত হোসেন
সাংস্কৃতিক সম্পাদকঃ সেলিম আহমেদ
জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদকঃ আলী আহমদ
জনসংযোগ সম্পাদকঃ ফয়ছল ইসলাম
ক্রীড়া সম্পাদকঃ তোফায়েল খাঁন
প্রবাস বিষয়ক সম্পাদকঃ সফিকুর রহমান
মহিলা বিষয়ক সম্পাদকঃ আয়েশা বেগম

নির্বাহী সদস্যঃ
শাহজাহান সিরাজ
ওয়াছি উদ্দিন তালুকদার রায়হান
শাহিন আহমেদ
শাহাদাত হোসেন রুবেল
আব্দুর রউফ
শামসুল ইসলাম
আমিনুল ইসলাম
মুক্তাদির উদ্দিন
শাহ বদরুল ইসলাম
গউছ উদ্দিন
আশরাফ আহমেদ
জাবেদ আনোয়ার
ফিরোজ মিয়া
জুলহাস মিয়া
সুবেদ আহমেদ
আব্দুর রাশিদ
আব্দুস সবুর
আজমান আলী
আব্দুর রাজ্জাক
সোহেল চৌধুরী
সুহেল আলী

Advertisement