এহসানুল ইসলাম চৌধুরী শামীম:
ব্রিটেনের নর্থাম্পটনের ভোজন বিলাসিদের প্রিয় রেস্টুরেন্ট বালতি সেন্ট্রাল ইংরেজী নিউজ পেপার করনিকেল এন্ড একো’র পাঠক জরিপে সব চেয়ে বেশী ভোট পেয়ে নর্থাম্পটনের মধ্যে সেরা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বিপুল সংখ্যাক কমিউনিটি মানুষের উপস্থিতিতে নর্থাথাম্পটনের বালতি সেন্ট্রাল রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে এ রেস্টুরেন্টের মালিক- শেফ আব্দুল আলী ও মোহাম্মদ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক আলেসটা।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলার এনামুল হক এনাম,আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ নর্থাম্পটন মসজিদের সেক্রেটারি গিয়াস উদ্দিন,হারুন আলী,ফজর আলী,আরস আলী ও মোহাম্মদ আলী সহ আর অনেকেই।
জরিপে প্রায় পয়ত্রিশটি রেস্টুরেন্ট অংশ নেয়।
কারী হাউসে বর্তমানে স্টাফ সংকটের মধ্যে থেকেও বলতি সেন্ট্রাল এই সফলতা অজর্ন করছে। রেস্টুরেন্টের মালিক আব্দুল আলী ও মোহাম্মদ আলী প্রতিক্রিয়া জানিয়ে ব্রিট বাংলাকে বলেন আমরা আনন্দিত।
Advertisement