করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭০০ ছাড়ালো

ব্রিট বাংলা ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার নিয়ে প্রথম সতর্ক করা চীনের চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু ঘিরে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে -সিএনএন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে একজন মারা গেছেন ফিলিপাইনে ও আরেকজন হংকংয়ে, অন্যরা সবাই চীনের। আর এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৩৪ হাজার ছাড়িয়েছে।

শনিবার সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারাবিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। সবমিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও ৩৪০০০ ছাড়িয়ে গেছে।

বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত ৭২২ জনের মৃত্যূ হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৪৬ জনে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে; এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান।

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৭টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Advertisement