করোনায় কান্দি : প্রবাসীদের দু:খ কথা নিয়ে সিলেটি ভাষায় মুনিরা পারভিনের কবিতা (ভিডিও)

ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশে প্রবাসীদের হয়রানী নিয়ে সিলেটি ভাষায় কবিতা আবৃত্তি করেছেন জনপ্রিয় বাচিক শিল্পী এবং চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিন।
করোনা ভাইরাসের এই দুর্যোগে মাতৃভূমি বাংলাদেশে গিয়ে অনেক প্রবাসীকে হয়রানীর শিকার হতে হয়েছে। দেশের সাধারণ মানুষের মধ্যে এমন একটা ধারণা জন্ম নিয়েছে যে, প্রবাসীরা দেশে করোনা বিস্তার ঘটাচ্ছেন। তাই যেখানেই প্রবাসী সেখানেই প্রতিরোধ, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এমনও দেখা গেছে যে, সিলেটে একটি দোকানের সামনে লিখে রাখা হয়েছে “প্রবাসীদের প্রবেশ নিষেধ”। অথচ এই দোকানো অন্তত ৯০ ভাগ ক্রেতা হলেন প্রবাসী। অথচ এই প্রবাসীর শ্রমেঘামে অর্জিত বিদেশী মুদ্রা দেশের অর্থনীতিকে সচল রাখে। পরিবার-পরিজনকে সর্বদা আর্থিক সহযোগিতার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগে সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রবাসীরা। এই করোনার দুর্যোগেও প্রবাসীরা সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসেও তাদেরকে করোনায় দু:সহ জীবন কাটাতে হচ্ছে। করোনাকে কেন্দ্র করে সিলেটি ভাষায় বেদনাদায়ক কবিতাটি লিখেছেন লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মা। আবৃত্তি করেছেন দেশ-বিদেশে সুপরিচিত বাচিক শিল্পী এবং চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিন।
কবিতা শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Advertisement