করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর আজ মৃত্যুর খবর এলো। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪ জন।সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ৪৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২৪ জন।অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ, যা গতকাল ছিল শূন্য দশমিক ৮০ শতাংশ। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৩৩৬টি আর পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৩৪টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৪১৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৭ হাজার ৫৭৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৮৬ হাজার ৮৩৯টি।

 

Advertisement