করোনায় এক ঝাঁক প্রবাসী শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ (ভিডিও)

ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের লকডাউনে বসে নেই কমিউনিটির সঙ্গীত শিল্পীরাও। গানে গানে তারা করোনা থেকে মুক্তি কামনা করে গৃহ বন্দি ভক্তকুলকে সাহস সঞ্চারের চেষ্টা করছেন। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে লেখক ও গবেষক অপূর্ব শর্মার লেখা একটি গান গেয়েছেন বিলেতের জনপ্রিয় শিল্পী গৌরি চৌধুরী। করোনা নিয়ে গৌরি চৌধুরী, পরাগ হাসান এবং সুমন শরীফের কাজগুলো এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এর পাশাপাশি শিল্পীরা চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফসি’র এম্বেসেডর কমিউনিটির বর্ষিয়ান কবি দবিরুল ইসলাম চৌধুরীর ক্যাম্পেইনে সমর্থন যুগিয়েছেন। এতে সমর্থন করার জন্যে তাদের ভক্তকুলের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা।

লকডাউনের মাঝেও ইউকের বাঙালী শিল্পীরা যে কাজ করছেন তা চ্যানেল এসে সংবাদে তুলে ধরেছেন গুলক দাশ পাপ্পু। ভিডিওতে ক্লিক করে তা দেখে নিন:

Advertisement