করোনা: আরও ৩৮৫ বন্দি মুক্তি পাচ্ছেন

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা মহামারীর বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে আরও ৩৮৫ জন বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।

তিন থেকে ছয় মাস সাজাখাটা এসব বন্দিকে মুক্তি দিতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে।

রোববার দুপুরে কারা অধিদফতরের অতিরিক্তি আইজি প্রিজন কর্নেল আবরার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ৩৮৫ বন্দির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যে কোনো দিন তারা মুক্তি পাবেন।

করোনার কারণে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে এসব বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।

এর আগে শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেয়া

ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস ছয় মাস সাজাভোগকারী, তিন মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দিরা মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী এসব বন্দির মুক্তির সময় জরিমানার অর্থ আদায় নিশ্চিত করতে বলা হয়েছে।

Advertisement