করোনা ভাইরাসে কুপোকাত ‘প্লেবয়’

ব্রিট বাংলা ডেস্ক : করোনা ভাইরাস মহামারীর শিকারে পরিণত হলো প্রাপ্তবয়স্কদের মার্কিন সাময়িকী প্লেবয়। সাময়িকীটি জানিয়েছে, ভাইরাসের কারণে তাদের সরবরাহের ধারা বিঘ্নিত হয়েছে। প্রতিদিন কমছে বিক্রি। এমতাবস্থায় প্রকাশকরা, ম্যাগাজিনটির একটি নিয়মিত প্রিন্ট সংস্করণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ৬৬ বছর ধরে ছাপা হয়ে আসছে প্লেবয়। এর মাঝে এক সময় মাসে সাময়িকীটির ৭০ লাখ কপি বিক্রির ঘটনাও রয়েছে। তবে করোনার আগ্রাসনে ভুগছে সারা পৃথিবী। তার প্রভাব পড়েছে সাময়িকীটির উপরেও।

তবে সাময়িকীটি কেবল ভাইরাসেই ভুক্তোভোগী নয়। ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজলভ্যতা এর বিক্রিতে আগ থেকেই প্রভাব ফেলেছে। সাম্প্রতিক বছরগুলোতে সাময়িকীটি বছরে চারবার প্রকাশ করা হতো। প্রকাশকরা জানিয়েছেন , তারা প্লেবয়ের ডিজিটাল সংস্করণ চালুর কথা ভাবছেন।

Advertisement