করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ১০৬, আক্রান্ত ৪৫১৫

ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরো বেড়েছে। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৮১ থাকলেও তা আজ মঙ্গলবার বেড়ে হয়েছে ১০৬। অন্যদিকে চীনে কড়াকড়ি আরোপ করলেও সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে। ২৭শে জানুয়ারি সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮৩৫। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১৫। এই ভাইরাসের বিস্তার রোধে এবং নতুন করে আক্রান্ত হওয়া থামাতে ভ্রমণের ওপর আরো কড়াকড়ি আরোপ করেছে চীন। হুবেই প্রদেশের উহান শহর এই ভাইরাসের উৎপত্তিস্থল। কার্যত ওই শহর এখন অচল হয়ে আছে।

এখানেই অবস্থান করছেন বাংলাদেশী বেশ কিছু শিক্ষার্থী।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, নেপাল, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, জার্মানিতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে।

Advertisement