ব্রিটবাংলা ডেস্ক : সেল্ফ আইসোলিউশনের রুল ভেঙ্গে ঘরোয়া পার্টির আয়োজন করায় নরোচিরে ইস্ট এংলিয়া ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীকে ১০ হাজার পাউন্ড করে জরিমানা আরোপ করা হয়েছে।
শরীরে করোনা উপসর্গ দেওয়ার পর সেল্ফ আইসোলিউশনের কথা থাকলেও রোবরার রাতে প্রায় ১শ জনের উপস্থিতিতে পার্টির আয়োজন করায় তিন জনকে আলাদা আলাদাভাবে জরিমানা আরোপ করে। জরিমানাপ্রাপ্তরা হলেন ১৯ বছর বয়সী একজন এবং ২০ বছর বয়সী দুজন মহিলা।
ইস্ট এংলিয়া ইউনিভার্সিটিতে শুক্রবার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ জন ক্যাম্পাসে এবং ২৬ জন ক্যাম্পাসের বাইরে সেল্ফ আইসোলিউশনে রয়েছেন।
Three students at the University of East Anglia have been fined £10,000 each for holding a party attended by about 100 people.
The students, who were meant to be self-isolating after showing coronavirus symptoms, threw a party at their house in Norwich.
Police were called to the house in the early hours of Sunday morning and broke up the party.
One 19-year-old woman and two 20-year-old women were issued a fixed penalty notice of £10,000 for breaching restrictions by holding a gathering of more than 30 people.
Norfolk Constabulary released a statement saying: “We fully appreciate how difficult the past six months have been for the county and we are pleased that the vast of majority of people have played and continue to play their part, following the guidance and legislation helping to protect Norfolk and prevent the spread of COVID-19
On Friday, UEA confirmed it had 73 confirmed coronavirus cases – 47 on campus and 26 off campus.