কলকাতার সারণির কণ্ঠে ‘সখি ভাবনা কাহারে বলে’

ব্রিট বাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে প্রকাশ পেলো কলকাতার ব্যান্ড দি মিলিপুটস এর কণ্ঠশিল্পী সারণি পোদ্দার এর কণ্ঠে রবীন্দ্র সংগীত “সখি ভাবনা কাহারে বলে”। গানের সঙ্গীতায়োজন করেছেন ফরহাদ। আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে গতকাল। যা নির্মাণ করেছেন দেবমাল্য দে রাতুল। ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছে শিশু শিল্পী চিত্রিণী দত্ত রায়। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গান এখন বাংলাদেশের শ্রোতারা শুনতে পারবেন স্বাধীন মিউজিক, জিপি মিউজিক, স্প্ল্যাশ ও ভাইবে।

গান প্রকাশ প্রসঙ্গে সারণি বলেন, রবী ঠাকুরের গান আমার প্রাণের গান। ব্যান্ডের সাথে আমি সাধারণত লোক গান করি। তবে ভালোলাগার যায়গা থেকে রবী ঠাকুরের গান গাইবার ইচ্ছে মনের মাঝে সবসময় থাকে। সেই ইচ্ছের বহিঃপ্রকাশ হলো এবার। ফরহাদ খুব সুন্দর সঙ্গীতায়োজন করেছে। আজব রেকর্ডস থেকে আমার প্রথম গান প্রকাশ পেয়েছিলো ২০১৬ সালে। তাই আজব আমার নিজের ঘর আর বাংলাদেশ প্রিয় স্থান। তাই আশা করি আমাদের সবার এই প্রয়াস শ্রোতাদের ভালো লাগবে।

Advertisement