“পরিস্কার পরিচ্ছন্নতা পবিত্র ঈমানের অঙ্গ”
আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার রাখুন নির্ধারিত স্থানে ময়লা ফেলুন,জনগণকে সচেতন করার পরিবেশ সৃষ্টি করুন। করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করুন এবং অন্যকে সুপরামর্শ প্রদান করুন।নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অধিক মুনাফা অর্জন থেকে বিরত থাকুন।
এই প্রতিপাদ্য বিষয় গুলোকে নিয়ে সামাজিক উদ্ধোধকরন কর্ম সূচীর অংশ হিসেবে ২৩ শে মার্চ সোমবার সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমের উদ্যোগে চৌকিদেখীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কে নিয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচির প্রথম দিন অতিবাহিত হয়েছে।
এতে এলাকার যুব সমাজও সমাজসেবীরা অংশ নেন ! কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের উদ্দ্যোশে বলেন এটি ঘৃণা প্রকাশ নয় প্রবাসীরা আমাদের পরম আত্মার আত্মীয় নিজের এবং অন্যদের রক্ষার জন্য যাতে সংক্রমিত না হয় সেই বিবেচনায় ৬নং ওয়ার্ডে যারাই প্রবাসী আসবেন তাদেরকে আগামী ১৪দিন বাসায় থাকার অনুরোধ জানান এবং যেকোন প্রয়োজনে তার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।