কানাডায় রোজা শুরু: প্রধানমন্ত্রী জাস্টিনের শুভেচ্ছা

ব্রিট বাংলা ডেস্ক :: আগামীকাল থেকে কানাডায় শুরু হচ্ছে পবিত্র রমজান। এই রমজানের প্রাক্কালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এক শুভেচ্ছা বাণী দেন। তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে এই শুভেচ্ছা বাণী শুরু করেন এবং রমজানের তাৎপর্য তুলে ধরে কানাডাসহ বিশ্বের সকলমুসলিম সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে ‘রমজান মোবারক’ বলে শেষ করেন।
ফেইবুকে জাস্টিনের আইডি থেকে দেখা যায়, তার এই বক্তব্য প্রায় সোয়া দুই লাখ শেয়ার হয়েছে এবং প্রায় ৬০ লাখ মানুষ তা দেখেছে।
উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় মুসলমান জনসংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৯৪৫ জন বলে জানা গেছে।
Advertisement