কানাডা প্রবাসী জোবেদা খানম চৌধুরী স্বামী :মরহুম সফিক উদ্দিন চৌধুরী গ্রাম :ভাদেশ্বর পূর্ব ভাগ সিলেট ।
কানাডাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন এবং পাঁচদিন আগে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায় এবং বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন
তিনি মৃত্যুকালিন ৮ ছেলে ১ মেয়েও অসংখ্য আত্বীয় স্বজন ও নাতি নাতিন, রেখে গেছেন ।
ছেলেদের মধ্যে মুমিত উদ্দিন চৌধুরী সাবেক কাষ্টম কৰ্মকতা এবং রাজ্জাক চৌধুরী মামুন আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক প্রধান শিক্ষক সাহাব উদ্দিন চৌধুরী । এছাড়া অন্যান্য সন্তানরা বিভিন্ন জনহিতকর কর্মে জড়িত এবং প্রবাসী।
মরহুমা জোবেদা খানম একজন সাবেক শিক্ষক ছিলেন এবং ষাট দশকে নারী শিক্ষার বিস্তারে ভূমিকা রাখেন ।
বাবা মরহুম আব্দুল মন্নান চৌধুরী (পূর্ব ভাগ ফকির টুল) ভাই মরহুম সয়ফুল হোসেন চৌধুরী (মঈনু মিয়া )সাবেক প্রধান শিক্ষক ।
মরহুমার পরিবারের পক্ষে মরহুমার ছেলে শামীম আহমেদ চৌধুরী (সামন)দোয়া চেয়েছেন ।
Advertisement