কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত একই পরিবারের ৯ জন

আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান শেষ হতে মাত্র দুদিন বাকী থাকতেই রোববার এক ড্রোন হামলায় ৬ শিশুসহ একই পরিবারের ৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের এক প্রতিবেশির বরাত দিয়ে আজ সোমবার এই তথ্য জানিয়েছে সিএনএন।যদিও মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ড্রোন হামলা চালানোর মাধ্যমে বিমানবন্দরে আরেকটি আত্মঘাতী হামলা ঠেকানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমাণ্ড বলছে, ড্রোন হামলার লক্ষ্য ছিল একটি গাড়ি যাতে ইসলামিক স্টেট গোষ্ঠীর আফগান শাখার (আইএস-কে) অন্তত একজন সদস্য অবস্থান করছিল।এর আগে যুক্তরাষ্ট্র এই বলে সতর্ক করে দিয়েছিল যে, কাবুল বিমানবন্দরে আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার এক আত্মঘাতী হামলায় অন্তত ১৭০ জন মানুষ নিহত হয়। এদের মধ্যে ১৩ জন আমেরিকান সৈনিকও ছিল। ওই হামলার দায় স্বীকার করে আইএস-কে।

Advertisement