কাবুলে মার্কিন বাহিনীর রকেট হামলা, শিশু নিহত

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে আবারও রকেট হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে এক শিশুসহ দুজনের প্রাণহানি ঘটেছে। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বিবিসি।বিবিসি জানিয়েছে, সরাসরি এ রকেট হামলা বিমানবন্দরে আঘাত করেনি। বিমানবন্দরের কাছে একটি বাড়িতে এ হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, বিস্ফোরণে একজন শিশু মারা গেছে বলে আফগানিস্তানের পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে অসমর্থিত সূত্র কাবুলের এই বিস্ফোরণে এক শিশুসহ দুজনের প্রাণহানি ঘটেছে বলে জানায়।এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরও হামলার জোরালো শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, রবিবার (২৯ আগস্ট) এ হামলা হতে পারে। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়।

Advertisement